ছোট্ট রাব্বির পাশে চাঁদপুর জেলা প্রশাসন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের ছোট্ট রাব্বির পাশে দাড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

গতকাল ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরের ছোট্ট রাব্বি ও তার মায়ের হাতে প্রথম মাসের লভ্যাংশের চেক প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত

উল্লেখ্য, গত ১৫ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলায় জন্ম ও ঢাকায় কাজ করা শিশু শ্রমিক রাব্বিকে আনন্দময় শৈশব ও উন্নত ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বগ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানেরর ঐকান্তিক চেষ্টায় আশ্রয়ণ-২ প্রকল্পের নতুন জমিসহ ঘর রাব্বির পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

এছাড়া রাব্বির লেখাপড়ার খরচ নির্বিঘ্নে চালিয়ে নিতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন থেকে খোলা হয়েছে একটি ব্যাংক একাউন্ট। উক্ত একাউন্টের লভ্যাংশের অর্থ রাব্বির পড়াশুনার কাজে ব্যয় করা হবে।

একই রকম খবর