মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলাধীন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর ১১টি বিষয়ের বাংলা, জীবন ও জীবিকা, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, ইংরেজি, গনিত, বিজ্ঞান, স্বাস্থ্য ও সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি।বিষয়ের সকল শিক্ষক নিয়ে পৃথক ১১টি জুমের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসইডিপি প্রোগ্রামের ডিমিনেশান অফ নিউ কারিকুলাম স্কিমের আওতায় নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকগনের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনায় রাত ৯টায় জুম অ্যাপের মাধ্যমে সাপ্তাহিক ফলোআপ সেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
নতুন কারিকুলাম বাস্তবায়ন তদারকি করেন চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস।
নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন নিয়ে মতামত ব্যক্ত করেন ১১টি গ্রুপের মাস্টার ট্রেইনারগন। সকলে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করে সাপ্তাহিক ফলো আপ সেশন সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে মঙ্গলবার রাত ৯টায় ১১টি বিষয় এ ১১টি জুম মিটিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত তারিখে আগামী ৩অক্টোবর রাত ৯টায় জুম মিটিং অনুষ্ঠিত হবে। সংশিষ্ট সকল গ্রুপের শিক্ষকদের নিজস্ব গ্রুপের জুম সভায় অংশগ্রহণ করতে অনুরোধ এবং সকল বিষয়ের মাস্টার ট্রেইনাদের লিংক, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম মিটিং এর আয়োজন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
চাঁদপুর সদর উপজেলার ১১টি বিষয় এ ৪০ জন মাস্টার ট্রেইনার এই সপ্তাহে মোট ১৯ টি গ্রুপে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়ন তদারকির জন্য পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
প্রতি সপ্তাহের পরিদর্শন শেষে মাস্টার ট্রেইনারগণকে মাউশি কর্তৃক তৈরিকৃত তথ্য ছকটি (গুগল ফরম) সাবমিট করতে অনুরোধ করেন।