রামপুরে শতাধিক গাছ কেটে সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার সংলগ্নে ফ্লিমি স্টাইলে প্রায় ২শতাধিক গাছ কেটে সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা বিবরণ ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৬টায় মো. হেলাল গাজীর নেতৃত্বে বহিরাগত শতাধিক সন্ত্রাস প্রকৃতির লোকজন নিয়ে ছোট সুন্দর বাজার সংলগ্ন ৫৪৬ নং বিএস খতিয়ানের ৬৫৮ দাগের মালিক মোঃ আবু বকর সিদ্দিক (৩১) গংদের ২৪ শতক ভূমিতে ১টি মার্কেট রয়েছে।

এতে ৬টি দোকান রয়েছে। বিবাদীরা সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক দখল করে টিনের বাউন্ডারি দিয়ে ভিতরে দুটি টিনসেট ঘর নির্মান করে।

এবিষয়ে চাঁদপুর মডেল থানায় ভূমি মালিক মোঃ আবু বকর সিদ্দিক ১১জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন, ১। মোঃ হেলাল গাজী (৩৬) পিতা মৃত সাইফুল ইসলাম গাজী, ২ মো. সোহাগ গাজী (৩৮), পিতা- মৃতঃ সালামত গাজী, ৩, রাসেল গাজী (২৮) – পিতা- শাহাজান গাজী,৪ সাগর গাজী (৩২)পিতা-মৃত রবি গাজী,৫ মানিক গাজী (৪০), পিতা-মৃত সামছুল হক গাজী ৬ মুকবুল মিজি (৫০), পিতা- মৃত ফজলুল হক, ৭ মো.লিটন গাজী (৩৭), পিতা-মৃত আনোয়ার হোসেন ৮ মোঃ জহির গাজী (৩ ০) পিতা সাইফুল গাজী, ৯ শরিফ গাজী (২৪), পিতা-মৃত ছালামত গাজী ১০। মোঃ নোমান হোসেন (৩৩), পিতা-মোহাম্মদ আলী ১১ ইকবাল গাজী (২৬), পিতা-শাহজাহান গাজী, এরা সবাই ছোট সুন্দর গ্রামের গাজী বাড়ির (হুতার বাড়ির) বাসিন্দা।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, আসামীগন দুষ্ট দুর্দান্ত ও দাঙ্গাবাজ, স্থানীয় এলাকার সন্ত্রাসী সহ সামাজিক অনৈতিক কর্মকান্ডে প্রভাব বিস্তারকারী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঘটনার দিন, আমাদের ভোগ দখলীয় নালিশী ভূমিতে জোরপূর্বক প্রবেশ করিয়া আমার ৩০ বছর পূর্বের রোপণকৃত ২০টি কড়ই গাছ, ৫০টি আকাশি গাছ ও ৫০ টি মেহগনি গাছ সহ ভিবিন্ন প্রজাতির প্রায় ১শটি ফলের গাছ কাটিয়া নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা।

ঘটনার সময় ভূমির মালিক ও পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীরা বাদীর পরিবারের লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে তাদেরকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দাওয়া করে এবং সম্পত্তির কাছে আসলে প্রাণ মেরে ফেলার হুমকি দেয় উপরোক্ত আসামীগণ। বাদী ও সাক্ষীগণকে প্রাণনাশ করার হুমকি ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করিয়া প্রকৃত মালিকদের দখলীয় ভূমি দখল করে স্থাপনা নির্মান করে।

এবিষয়ে ভুমি মালিক আবু নাঈম জুয়েল জাতীয় পরিসেবায় জরুরি ৯৯৯এ ফোন করার চাঁদপুর মডেল থানার এস আই নাজমুলসহ সঙ্গীয়ফোর্স ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা গ্রহন করতে পারেননি।

বাদীর চাচা খোকন গাজী জানান, এই ভূমির সকল দলিলপত্র ও খারিজ খতিয়ান রয়েছে, বিগত ৩০ বছর আমরা ভোগদখলে আছি। একটি কুচক্রি মহল অর্থের বিনিময়ে আমাদের দখলীয় জায়গায় জোরপূর্বক ঘর নির্মান করছে আমরা এর প্রতিকার চাই।

বাদীর চাচাতো ভাই জাকির বলেন, বিবাদীদের সাথে বসত বাড়ির সকল শরিকদের সাথে সম্পত্তিগত বিরোধ আছে, কিস্ত যে জায়গা তাঁরা দখল করেছে সেখানে বিবাদীদের কোনো সম্পত্তির অংশিদারিত্ব নাই।

এবিষয়ে বিবাদী মো. হেলাল গাজী বলেন, আমরা পূর্বপুরুষদের হিৎসা সূত্রে মালিক। এই ভূমি নিয়ে আদালতে বিএস সংশোধনীর মামলা চলমান রয়েছে। জোরপূর্বক ভূমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মহামায়া, শাহমাহমুদপুর, রামপুর ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকার কিছু ভুমিদস্যু রয়েছে, তাঁরা প্রতিনিয়ত অসহায় মানুষদেরকে হয়রানি করে আসছে।

এই ভূমি দস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম খবর