স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে এনএসআই চাঁদপুরের উপপরিচালক শাহ আরমান মতবিনিময় করেছেন।
২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে এনএসআই কার্যালয়ে এ মতবিনিময় হয়।
এসময় এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমানের সভাপতিত্বে এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনজিত রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, উপদেষ্টা সন্তোষ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার, অজিত সাহা, জয়রাম রায়,
সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, প্রচার সম্পাদক অভিজিত রায়, পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, সদস্য সচিব রূপকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে উদযাপন করতে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।