চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মামোনুর রশিদ এর নেতৃত্বে এক অভিযানে প্রায় পৌনে ৪কেজি স্বর্ণসহ ২আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২২ সেপ্টেম্বর চাঁদপুর সদর থানা এলাকায় কিলো-১ ডিউটি করাকালীন গুনরাজদী বঙ্গবন্ধু সড়কের আল- আমিন স্কুল এন্ড কলেজ এর প্রবেশ পথের মাথায় চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি করার সময় ফরিদগঞ্জ হতে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি, যাহার রেজিঃ নং-চাঁদপুর-থ-১১-৫৩২৪ এর তল্লাশিকালে পিছনের সিটে বসা যাত্রী বেশী আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে হওয়ায় আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ১। বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ২। মনোরঞ্জন ভৌমিক (৩২)।
এ সময় তাদের কাছ থেকে ৭টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩শ৫৪ভরি ৬আনা ৫রতি। যার আনুমানিক মুল্য ৩কোটি ১৫লক্ষ ৩৯হাজার ৩শ ৭৫টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানান বর্ণিত স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামীয় ব্যক্তিদ্বয়ের নিকট হতে গ্রহন করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায়।
পুলিশ চেক পোস্ট করাকালীণ সময়ে ঘটনাস্থলে গ্রেফতারকৃত ১নং আসামী সুমন দাস (৪৩) এর দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার এবং ২নং আসামী মনোরঞ্জন ভৌমিক (৩২) এর দেহ তল্লাশি করে ২টি স্বর্ণের বার, সর্বমোট-৭টি স্বর্ণের বার উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িত বিপ্লব ধর ও লক্ষণ ধর দ্বয়ের এর নাম ঠিকানা যাচাই বাছাই ও সনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার, এফআইআর নং-৬৫, তারিখ-২৩ সেপ্টেম্বর-২০২৩, জি আর নং-৬২৭, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) এর (ক) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, চাঁদপুর জেলাকে চোরাচালানমুক্ত বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। এই অভিযান চলমান থাকবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এসব তথ্য জানান।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫টাকা। আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তাদেরকে আজই আদালতে প্রেরণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসীন আলম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসানউল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।