শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজন পাটোয়ারীর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জসিম মোল্লার সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সফলতা বিনষ্ট করতে দেশে-বিদেশে চক্রান্ত করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। আজকের এই যুবসমাজ (যুবলীগ) ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম তাজু, সদস্য মোঃ সেলিম মাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটোয়ারী, সাবেক সভাপতি আবুল কাশেম দুলু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম।

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার হাজী, যুব মহিলা লীগের সভাপতি লিপি আক্তার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম পাটোয়ারী, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কবির পাটোয়ারী, ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শরিফ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটোয়ারী, ইউপি সদস্য বিল্লাল খান, সোহাগ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, হাবিবুর রহমান হাজী, আবুল বাশার রনি, রুবেল কারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল হাজী, সদস্য শাহাদাত মিজি, ফারুক হোসেন মিজি, যুবলীগ নেতা ফরহাদ হাজী, ইমরান মিজি, ফরহাদ পাটওয়ারী, সজীব হাজী, রাজু মিজি, তিতাস মিজি, মাসুম মিজি, নাদিম গাজী প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ শরিফ খান।

একই রকম খবর