চিরনিদ্রায় শায়িত হলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী

সাইফুল ইসলাম সিফাত : তিনি ছিলেন ইউনিয়নের প্রাণ। তিনি তরুণ রাজনীতিবিদদের অভিভাবক। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তার মৃত্যুর খবর, স্তব্ধ যেন পুরো হাজীগঞ্জ। সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী।

শুক্রবার সকাল ১০টা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে প্রথম জানাজা, জুম্মার নামাজের পর উপজেলার রাজারগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা ও তৃতীয় জানাজার নামাজ নিজ বাড়ি পূর্ব রাজারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে মরহুমকে নিয়ে ভার্চুয়ালী স্মৃতিচারণ করেন, হাজীগঞ্জ- শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর সহ নেতাকর্মীরা আবদুল হাদীর কর্ম জীবনের স্মৃতিচারণের সময় কান্নায় ভেঙে পড়েন।

মরহুম আব্দুল হাদী কর্মজীবনে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন টানা তিনবার। রাজনৈতিক জীবনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন দুই বার। তাঁর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও স্বজনরা।

একই রকম খবর