চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল ২২সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম কে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

চাঁদপুর নৌ-পুলিশের অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় যোগদান উপলক্ষে এক সংক্ষিপ্ত সফরে তিনি চাঁদপুর জেলায় আগমন করেন।

এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, নৌ-পুলিশসহ বংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

একই রকম খবর