চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি তানভির সরকার ফাহিমকে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল ২২সেপ্টেম্বর চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো: জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে কেনো সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হবে না, আগামী ৭ দিনের মধ্যে তার সুনির্দিষ্ট কারন দর্শানের জন্য নির্দেশ প্রদান করেছে।