মোঃ হোসেন গাজী : হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নে অবস্থিত হাইমচর আইডিয়াল স্কুলে শিক্ষারমান উন্নয়ন ২য় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও ২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, বৃত্তি প্রদান অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকালে স্কুলের সভা কক্ষে হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আঃ রশিদ ভূইয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.কে.এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম এ করিম।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও বিদ্যালয়ের আরবি শিক্ষক মাওলানা আঃ সালাম, সহকারী শিক্ষিকা খাদিজা বেগম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য খোরশেদ আলম টেলু পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান গাজী, উক্ত স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।