শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ১দিনের সফরে চাঁদপুর আসছেন।

গতকাল ২১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে আজ ২২সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন দুপুর ২টায় চাঁদপুর জেএন সেনগুপ্ত রোডস্থ মন্ত্রীর বাসভবনে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় জেএন সেনগুপ্ত রোডস্থ মন্ত্রীর বাসভবনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে পৌর সদর এবং হাইমচর যুবলীগের কর্মীসভায় অংশগ্রহন করবেন।

বিকাল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এদিন সন্ধ্যা ৬টায় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসে চাঁদপুর ডিবেট মুভমেন্ট এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্লট এন্ড ব্রুম সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১০টায় ঢাকাস্থ হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

একই রকম খবর