চাঁদপুর ১৫তম জাতীয় ইলিশ উৎসবের গোল টেবিল আলোচনা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ইলিশের দাম কেন বেশি, বিপণনের সাথে জড়িতদের দেখা উচিত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ১৫তম জাতীয় ইলিশ উৎসবের গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সাবেক স্টেশনে (ভোলা) যেখানে আমি পুলিশের সুপারের দায়িত্ব পালন করেছি, সেখানে দেখেছি ইলিশের দাম বেশি। তবে সেই তুলনায় চাঁদপুরেও বেশি।

এসপি বলেন, ইলিশের চাহিদা অনেক বেড়েছে। যে জিনিসের চাহিদা বেশি, সে জিনিসের যোগান কম হলে দামও বেশি হয়। আরেকটি কারণ হচ্ছে ইলিশ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কয়েকটি হাত ঘুরে যাওয়ায় ইলিশের দাম বেশি হয়ে যায়। আসলে সচেতনতার কোন বিকল্প নাই।

১৫তম জাতীয় ইলিশ উৎসবের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান, মৎসজীবী নেতা শাহ আলম মল্লিক।

১৫তম জাতীয় ইলিশ উৎসবের মহাসচিব ও উৎসবের রূপকার হারুন আল রশিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৫তম জাতীয় ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত।

স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম।
আলোচনার শুরুতে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরআগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশী-বিদেশী শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠন ও উৎসবে বিভিন্নভাবে সহযোগিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

একই রকম খবর