মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের জন্য চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রঘুনাথপুর হাজী আবদুল করিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। সরকারি বিধি অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল ১৭সেপ্টেম্বর (রবিবার) বিদ্যালয়দ্বয়ে টেরারিয়াম প্রদর্শন এবং ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা, ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরে ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেনির গ্রুপভিত্তিক দলের সাথে মতবিনিময় এবং ফটোসেশান করেন শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ সকল শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।