চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর (রবিবার) জেলা প্রশাসকেরর কার্যালয়ে প্রাঙ্গনে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোঃ আহসান কবির, চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।