চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা’র সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১আগস্ট চাঁদপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে জেলা গোয়েন্দা শাখা’র অফিসার্স ও ফোর্সদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

পুলিশ সুপার পরিচয় পর্ব শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন-জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর