মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁদপুর জেলা পুলিশের ভার্চুয়ালী অংশগ্রহণ

চাঁদপুর খবর রির্পোট: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁদপুর জেলা পুলিশ ভার্চুয়ালী অংশগ্রহন করেছে।

গতকাল ৩১জুলাই (সোমবার) সকাল ১১টায় এ্যাডিশনাল আইজিপি (ক্রাইম এন্ড অপস) বাংলাদেশ পুলিশ এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার ( কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর