চাঁদপুর জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখায় চাঁদপুর জেলা প্রশাসক ও টাস্কফোর্সের সভাপতি কামরুল হাসানকে জাতীয় মৎস্য পদক ২০২৩ এ ভূষিত করা হয়।

মৎস্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান রৌপ্য পদক ও সম্মাননা স্মারকে ভূষিত হওয়ায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ৩০ জুলাই রোববার বিকেল ৫টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. অব. এম এ ওয়াদুদ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক শাহদাত হোসেন সাবু পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান,

বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক বেপারী, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি কে এম মাসুদ।

একই রকম খবর