চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের সাথে ৩০ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন চাঁদপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।