গাজী মোঃ ইমাম হাসানঃসারাদেশে একযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেসনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) সকালে স্ব-স্ব প্রতিষ্ঠানগুলোতে ফলাফল ঘোষণা করেন। এবছর ফলাফল শুক্রবার বন্ধের দিন প্রকাশ হওয়ায় শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে থেকে স্ব স্ব ফলাফল সংগ্রহ করার কারণে বিদ্যালয়গুলোতে তেমন কোন শিক্ষার্থী আসেনি।
সারা দেশের মতো চাঁদপুরেও এসএসসি ২০২৩ সালের ফলাফল শুক্রবার প্রকাশ হয়েছে। চাঁদপুর শহরের প্রধান ৩টি বিদ্যালয় থেকে ৪৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন, এ গ্রেড পেয়েছেন ৭৩ জন, এ মাইনাস পেয়েছেন ১ জন, বি প্রেড পেয়েছেন ১ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।
এরমধ্যে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন, ব্যবসায় বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বিদ্যালয় থেকে মোট ২৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন, এ গ্রেড পেয়েছেন ৭১ জন, এ মাইনাস পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।
এরমধ্যে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন ও ব্যবসায় বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ৬৯১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৬৮০ জন কৃতকার্য, ১১ জন অকৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন, এ গ্রেড পেয়েছেন ৩৪৪ জন, এ মাইনাস পেয়েছেন ১০৩ জন, বি প্রেড পেয়েছেন ৪১ জন, সি গ্রেড পেয়েছে ৮ শিক্ষার্থী। পাসের হার ৯৮.৪১%।
এরমধ্যে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন ও ব্যবসায় বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরীন আক্তার বলেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল আগের ধারাই রয়েছে। আমরা চাই আরো ভালো ফলাফল করার জন্য। এ বিদ্যালয়ের সুনাম যেন আরও বৃদ্ধি পায় সেজন্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান ফেরদৌস আরা জানান, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করে এবং ১৫৬ জন জিপিএ ৫ পয়েছে। ভাল ফলাফল অর্জনে আমাদের শিক্ষক/শিক্ষিকাদেও অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। এ ফলাফল অর্জনে অভিভাবকরাও কৃতিত্বের অধিকারী। সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে পুরো চাঁদপুরবাসীর পূর্ণ সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আল-আমিন একাডেমীর অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আল-আমিন একাডেমীর আগের ঐতিহ্য এখনো অব্যাহত রয়েছে। এ বছরও আমাদের বিদ্যালয় আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে আমাদের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। এ ফলাফল অর্জনে অভিভাবকরাও কৃতিত্বের অধিকারী। সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামিতে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন থেকেই আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। তাহলে ভালো ফলাফল করতে পারবে, বাবা-মায়ের পাশাপাশি বিদ্যালয়ের মান উজ্জ্বল করতে পারবে। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।