স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদীর উত্তর নানুপুর গ্রামের সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে একদল স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। সন্ত্রাসী হামলায় বেশকজন গুরুত্ব আহত হয়েছেন । এর মধ্যে গুরুত্বর একজনকে চাঁদপুর জেনারেল সরকারি হাসপাতালে ভতি করা হয়েছে ।
উত্তর নানুপুর গ্রামের রুহুল আমিন গাজী (৬৫), পিতাঃ মৃত আবদুল মতিন গাজী বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন ।
জানা গেছে,এ ঘটনায় আসামী করা হয় ১। শাহানারা বেগম, মেম্বার (৪০), স্বামী-মৃত- জাকির গাজী, সাং- উত্তর নানুপুর, ওয়ার্ড নং-৬, ডাকঘরঃ বাগড়া বাজার, ২। মিশন গাজী (২৭), সাং-বাগাদী, পোঃ বাগড়া বাজার, ৩। শরীফ হাছান(৩০), সাং- পালপাড়া, পুরান বাজার, অজ্ঞাত আরো ২০-২৫ জন।
অভিযোগ উল্লেখ করা হয় উপরোক্ত বিবাদীরা উক্ত বাদীর বাড়িতে ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে অতরকৃত হামলা ও লুটপাট চালায়। ১নং বিবাদীনির মধতে দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।
আমরা অতিব নিরিহ হওয়ায় আমাদের বাড়ি ভাংচুর করে বিবাদীরা আমার সন্তানদের আহত ও জখম করে মাটিতে পেলে বেধরক ভাবে মারে এবং আমাদের ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। যার মধ্যে নগদ দুই লক্ষ টাকা ও আমার পরিবারে ২ভরি স্বর্ণলংকার এবং বাড়ির চারপাশে টিনসেটের পুরো সীমানা নিয়ে যায় এবং বিবাদীরা আমাদের মামলা হামলা করার হুমকি দেয় ও আইনের ভয় দেখায়।
আরো উল্লেখ করা হয়-আমাদের খরিদসূত্রে মালিক ভূমি দখলের জন্য দীর্ঘ দিন বিবাদীরা আমাদের উপর নানা ভাবে অত্যাচার করে আসছে এবং অদ্য তারিখে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এবং আমাদের জমি দখল করার জন্য উপরোক্ত বিবাদীরা সন্ত্রাসী হামলা চালায়। বিবাদীরা আমাকে ও আমার পরিবারে সকলকে মেরে পেলার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করছে।
বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসির সৃদৃষ্টি কামনা করেছেন বাদীপক্ষ ।সেই সাথে আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ।