কচুয়ায় দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে কচুয়া পৌরসভাধীন মেসার্স ভূঁইয়া ফার্মেসীর দোকানে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মো. জহির উদ্দিন ভূঁইয়াকে ১০ হাজার টাকা ও গোশত ব্যবসায়ী হারুনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্যাহ,এএসআই শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

একই রকম খবর