স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২-নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই ) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটেছে।
হামলায় আহতরা হলেন, আজিম মোল্লার ছেলে কাশেম মোল্লা ( প্রতিবন্ধী),
প্রতিবন্ধী কাশিম মোল্লার ছেলে সুজন মোল্লা (২৩), সাব্বির মোল্লা (২২)। তাদের কে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনেরা দৈনিক চাঁদপুর খবর কে জানান, বিবাদী সকলেই আমাদের একই বাড়ির বাসিন্দা। বিবাদীরা অত্যাচারী, উশৃংখল, লাঠিয়াল জুলুমবাজ, পরসম্পদ লোভী, এলাকার খারাপ প্রকৃতির লোক, বিবাদীদের সাথে পারিবারিক বিষয় নিয়া পূর্ব থেকে বিরোধ চলিতেছে।
উক্ত বিরোধের জের ধরিয়া ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত ঘটনাস্থলে সকল বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীরা, দেশীয় অস্ত্র সস্ত্র, লোহাররড, লাঠি চোটা নিয়া বেআইনি ভাবে আমাদের উপর হামলা করে আমাদের ৩-জন কে আহত করে।
চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা রত প্রতিবন্ধী আবুল কাশেম বলেন, আমাদের কে হামলা করেছে, জাকির মোল্লার ছেলে রিয়াদ মোল্লা (২৭), রাকিব মোল্লা ( ২২), মৃত্যু কালু মোল্লার ছেলে জাকির মোল্লা (৬০), স্বপ্না বেগম (২৮), তাদের সাথে আরো কয়েকজন ভারাটিয়া সন্ত্রাসী ছিলো।
আমরা বিচার চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। যার নং ৫৫৭৯(৩)/১। ১৯-৭-২০২৩ ইং
এ ঘটনায় পুলিশ মামলার ১ নং আসামী কে প্রেপ্তার করে কোটে চালান করেছে।
বর্তমানে আমি সহ আমরা আহত তিনজন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় মৃত্যুর সাথে মানবতার জীবন যাপন করছি। আমি এর ন্যায় বিচার প্রত্যাশা করছি।