চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) চাঁদপুর ডিএসবি কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন।
গতকাল ১৯জুলাই (বুধবার) চাঁদপুর ডিএসবি কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার পরিদর্শন শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন- জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদান ও নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সকল প্রকার ভেরিফিকেশন ও তদন্ত রিপোর্ট স্বচ্ছতার সাথে দ্রুত সময়ে প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
পরিদর্শনকালে চাঁদপুর ডিএসবির পক্ষ থেকে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, ডিআইও-০১ মোঃ মনিরুল ইসলাম সহ ডিএসবির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।