মতলব প্রতিনিধি : পাশের বাড়ীতে চলছে বিয়ের গায়ে হলুদের প্রস্তুতি তাই মেহেদী দিয়ে রাঙ্গীয়েছিল হাত সন্ধার পর শাড়ী পরে সেজেগুজে গায়ে হলুদ অনুষ্ঠানে যাবে ৯ বছরের কন্যা শিশু কমালিকা। কিন্তুু খেলার ছলে সকলের অগোচরে জেনারেটরের কাছে গেলে বিদুতের তারের সাথে জরিয়ে বিদুৎপৃষ্ঠে মৃত্যু হয় ওই শিশুর । এ ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার তাতুয়া গ্রামে ।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায় গত ১৪ জুলাই শুক্রবার সন্ধায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া কামার বাড়ীর পাশের বাড়ীতে গায়ে হলুদ অনুষ্ঠানের রেনারেটরের তারে জরিয়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয় ডুবাই প্রবাসী মনোরঞ্জনের মেয়ে কমলিকার (৯) । কমলিকা দুই ভাই বোনের মাঝে ছোট । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ওই বাড়ীর ডাঃ নরেশ চন্দ্র সরকার বলেন সন্ধায় ডেকোরেশনের লোক জেনারেটর চালু করতে গিয়ে দেখে কমলিকা জেনারেটরের পাশে তাকে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দিলে আশেপাশে লোকজন এসে তাকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন । পরে পুলিশকে খবর দিলে এসআই রফিকুল ইসলাম সুরতাল পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন ।