গাজী মো:হাসান ইমাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তার কারন নেই। আমাদের দেশে নিজস্ব সংবিধান আছে। যথা সময়ে যথা নিয়মে আইন-কানুন মেনে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোন অবকাশ নেই।’
১৪ জুলাই বিকাল ৩ টায় চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের দিক নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন একটি দেশের গঠণতন্ত্রকে এগিয়ে নেবার জন্য নির্বাচন অন্যতম মাধ্যম। প্রত্যেক দেশ তার আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে। যে সকল বিদেশী বন্ধুরা আমাদের দেশে এসে দেখা করছেন, তাদের দেশেও একই নিয়মে নির্বাচন হয়। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমাদের সকল ব্যবস্থা আছে।
ইতোমধ্যে দেশে একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।তাই আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকলে একযোগে কাজ করতে হবে।
১৫ নং ওয়ার্ড কমিশনার এড কবির হোসেন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক মাস্টার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মৃধা।
এসময় উপস্থিত ছিলো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এইডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া,পিপি রঞ্জিত রায় চৌধুরী।এছাড়া বর্ধিত সভায় ১৫ নং আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,যুব মহিলা লীগসহ সকল সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলো।