গাজী মহিনউদ্দিন:চাঁদপুরের হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চৌধুরী বাড়ির দক্ষিণ পাশে জমিতে নিষিদ্ধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ জুলাই সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
কয়েকদিন ধরে জমির চারপাশে বাঁধ দিয়ে সেখানে ত্রিপল টানিয়ে নিষিদ্ধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছেন।
এ নিয়ে পাশের জমির মালিক আনোয়ারুল ইসলাম টুকু ও হাবীবুর রহমানের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক এই অভিযান পরিচালনা করেন।
এ সময় জমির মালিক রেজ্জাকুল হায়দার মুরাদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা।
সৈয়দপুর চৌধুরী বাড়ির মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে রেজ্জাকুল হায়দার মুরাদ চৌধুরী। কোন ধরণের অনুমতি ছাড়াই অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বালু উত্তোলণ করে আসছেন।
জানা যায় রেজ্জাকুল হায়দার মুরাদ চৌধুরী ও তার ছেলে মিলে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। চাঁদপুর থেকে ভাড়াটে মাস্টান এনে এ অবৈধ ড্রেজার ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে একটি রাজনৈতিক দলের ছাত্রনেতা পরিচয় দিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এস.আই.আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স।