চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক সদর মডেল থানাধীন বাগাদী এলাকা হতে ৭০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
১০জুলাই (সোমবার) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ দিক নির্দেশনায় এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন ৮নং বাগাদী ইউনিয়ন এর বাগাদী সাকিনস্থ হাওলাদার বাড়ীর মৃত কালু হাওলাদারের চৌচালা টিনের ঘর থেকে মাদক ব্যবসায়ী রফিক হাওলাদার (৩৭) কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর পিতা-মৃত কালু হাওলাদার, সাং-বাগাদী, ৮নং ওয়ার্ড, ৮নং বাগাদী ইউপি, থানা ও জেলা-চাঁদপুর।
এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।