মতলব দক্ষিণে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর বিদায় সংবর্ধনা

মতলব দক্ষিণ প্রতিনিধি :চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই মতলব দক্ষিণ থানা মিলনায়তনে রাত ৮টায় থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, এসআই শফিকুল ইসলাম, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, সাপ্তাহিক দিবাকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম হায়দার মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম ইব্রাহিম খলিল ও গীতা পাঠ করেন নারী কনস্টেবল স্মৃতি রাণী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, হাজীগঞ্জ সার্কেল পংকজ দেবনাথ, উপজেলা স্ব্যাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মহিবুল্লাহ খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আখি,

মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ইকবাল হাওলাদার, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুতের ডিজিএম শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, মতলব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর,

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম ও মিসেস সাইদুল এবং অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে ক্রেস্ট দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয়।

একই রকম খবর