বিএনপির পদযাত্রা কর্মসূচির বাস্তবায়নে চাঁদপুরে প্রস্তুতি সভা

চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৪ই জুলাই নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯জুলাই (রবিবার) চাঁদপুর জেলা তাঁতীদল এর আহ্বায়ক আলী আহম্মদ সরকারের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা তাঁতীদল এর যুগ্ম আহ্বায়ক (১) সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।

এসময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তাঁতীদল এর যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান পাটোয়ারী, আনোয়ার হোসেন ছৈয়াল, চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন প্রধানীয়াসহ অন্যান্যরা।

একই রকম খবর