ছেঙ্গারচর পৌরসভার নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর খবর রির্পোট: আসন্ন ছেঙ্গারচর পৌরসভার নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯জুলাই (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছেঙ্গারচর পৌরসভার সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
এ সময়।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনে প্রার্থীগণ যেন যথাযথভাবে আচরণবিধি প্রতিপালন করেন সেই বিষয়ে আলোচনা হয়। সার্বিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিতকল্পে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম খবর