চাঁদপুর পুলিশ সুপারকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই রোববার বিকেল ৫টায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তানের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের কার্যক্রম চালু হলো। আমরা যারা সরকারি চাকুরী করি তারা দির্ঘ্যস্থায়ী নই। সর্বোচ্চ চার বছর থাকতে পারি। আমার চাঁদপুরে এক বছরের কিছু বেশি সময় হয়েছে। কখনো পুলিশ সুপার ও আমার মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। আজকে যে ভাবে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান হচ্ছে। তেমনি আমি ও চলে যাব, চাইবো এ ভবন থেকে একটা ভালো বিদায় সংবর্ধনা পেতে পারি এমনটাই প্রত্যাশা করি। পুনাক সভানেত্রী সত্যি একজন দক্ষ সংগঠক। তিনি ঢাকায় চাকুরি করেন, তার পর ও চাঁদপুরে ছুটে এসে বিদায়ী পুলিশ সুপার কে যে ভাবে সহযোগিতা করেছে তা প্রসংশিত। আমরা চাইবো বাকী দিন গুলো যেন এমনি ভাবে কাটাতে পারেন। তিনি যেন একদিন ইন্সপেক্টর জেনারেল হয়ে দায়িত্ব পালন করবেন।

এসময় বক্তারা বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের ও কাজের ন্যাপর্থে ছিলেন আজকের বিদায়ী অতিথি। আর সেই কাজের সহায়ক ভূমিকা রাখেন ভাবিগণ। তেমনি আজকের বিদায়ী অতিথির সকল কর্মাণ্ডের ভাবি সর্বাত্যক ভাবে সহায়তা করেছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব এম আর ইসলাম বাবুর পরিলনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ, পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, সহ কমান্ডার ইয়াকুব আলী মাস্টার।

এসময় এনএসআই সহকারী পরিচালক শাহ আরমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, মুক্তিযোদ্ধা মহসিন পাঠানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার। তিনি বলেন, আমি যেখানেই থাকি চাঁদপুরকে মনে রাখবো। মুক্তিযোদ্ধারা আজকে আমাকে যে সন্মানটুকু দিয়েছেন, তা আমার জীবনের বড় প্রাপ্তি। যদি কাউকে কোনভাবে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনার আমাকে ক্ষমা করে দিবেন।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে সমজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মুফতি আশেক এলাহী।

সবশেষে পুলিশ সুপার মিলন মাহমুদ কে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম খবর