শাহতলী জিলানী চিশতী কলেজে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেনির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গতকাল ৯জুলাই (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, নির্বাচনী পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ন। আমরা তোমাদের অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করেছি। এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এইচএসসি পরীক্ষা পাসের সার্টিফিকেট এর গুরুত্ব রয়েছে। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে। বর্তমানে মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে রয়েছে। পড়াশুনার পাশাপাশি তোমরা ভালো মানুষ হতে হবে। তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তারা নির্ধারিত সময়ের মধ্যে ফরমপূরন করবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠান মাদক, ইভটিজিং, সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সোস্যাল মিডিয়াকে ইতিবাচক ভাবে ব্যবহার করতে হবে। মোবাইলের প্রতি আসক্ত না হয়ে তোমাদের পড়াশুনার প্রতি মনোযোগী হতে হবে। অভিভাবকগণ সন্তানদের খোঁজখবর নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছে। সকল শিক্ষার্থীকে উপবৃত্তি আওতায় এনেছে। এ কলেজ সহ সকল প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে শুরুতে নির্বাচনী পরীক্ষার ফলাফল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র কাছে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান।

একই রকম খবর