চাঁদপুরে র্যাবের ২৪ ঘন্টার বিশেষ টহল পরিচালনা কার্যক্রম শুরু

সাইদ হোসেন অপু চৌধুরী : অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১১, সিপিসি-২ চাঁদপুরে ২৪ ঘন্টার জন্য বিশেষ টহল পরিচালনা কার্যক্রম শুরু করেছে।

শনিবার বেলা ১২ টায় শহরের শপথ চত্বর থেকে এ কার্যক্রমের শুরু হয়।

‘বাংলাদেশ আমার অহংকার’এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র্যাবের স্বাভাবিক কার্যক্রমের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক চাঁদপুর জেলায় বিশেষ টহল পরিচালনা শুরু করেছে।

এছাড়াও হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রা তুলনামূলক বেড়ে যাওয়ায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য র্যাব এর এই বিশেষ কার্যক্রম। যেকোন প্রকার নাশকতা বা হামলা মোকাবেলায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা তৎপর রয়েছে।

এছাড়াও চাঁদপুর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক, শপিং মল, রেস্টুরেন্ট ও অন্যান্য জনসমাগমস্থলের নিরাপত্তায় র্যাব-১১, কুমিল্লা কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাদা পোষাকে র্যাব সদস্যদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।

 

একই রকম খবর