আশিকাটিতে স্ত্রীর মামলায় জেল থেকে বেরিয়ে এসে বাবা মেয়ে ও ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে নারী নির্যাতন মামলা দয়ের করে এক নির্যাতিত নারী। স্ত্রীর মামলায় একমাস কারাগারে থাকার পর বখাটে স্বামী নিরব খান জেল থেকে বেরিয়ে এসে বাবা মেয়ে ও ছেলেকে কুপিয়ে জখম করেছে।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের রফিক খানের বাড়িতে।

শুক্রবার বিকেলে সন্ত্রাসী হামলায় আহত বাবা রহমান খান তার মেয়ে সুমি আক্তার ও ছেলে সুজন খানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

এই হামলার ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র রামদাটি উদ্ধার করা হয়েছে।

আহতরা অভিযোগ করে বলেন, রালদিয়া গ্রামের শাহ আলম খানের বখাটে ছেলে নীরব খান আহত রহমান খানের সম্বন্ধী জসিম মালের মেয়ে সোনিয়া আক্তারকে বিয়ে করে।

বিয়ের কিছুদিন পরেই বখাটে নিরব খান তার স্ত্রী সোনিয়াকে বেদম মারধর করে গুরুত্ব আহত করে। এই ঘটনায় নারী নির্যাতন মামলায় নিরব খান এক মাস কারাগারে থাকে।

জেল থেকে বেরিয়ে এসে ক্ষিপ্ত হয়ে বখাটে নিরব খান তার স্ত্রীর ফুফা রহমান খান ও তার ছেলে মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে খুবই জখম করে।
এই ঘটনায় গুরুতর আহত রহমান খান ও তার মেয়ে সোনিয়া আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ভর্তি রয়েছে।
ঘটনার পরে আহতদের পরিবার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাকারী নিরবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

একই রকম খবর