স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।
শুক্রবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ মিডওয়ে হসপিটাল সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবোরধ করে বিক্ষোভকারীরা। পরে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজীর বরাদ দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক অবোরধে ছাত্রলীগের উপজেলা ও পৌরসভার একাধিক পদ প্রাথীকে দেখা গেছে। উপেজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে কয়েকজনের নাম রয়েছে বলে গুঞ্জন উঠে। সড়ক অবোরধে শতাধিক যানবাহন ও সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ে। এসময় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের পায়ে হেটে যেতে দেখা গেছে।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের কোন কমিটি ঘোষণা হয়নি। বিষয়টি নিশ্চিত করার পর সড়ক অবোরধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এ প্রসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী বলেন, হাজীগঞ্জ উপেজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি দেয়া হয়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ সম্পাদকসহ বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে ।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন উঠাননি।
এদিকে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় লিখেন “প্রেস নোট দিয়ে কমিটি দিয়ে ছাত্রলীগকে আর বিতর্ক করবেন না। সম্মেলনের মাধ্যমে কমিটি দিন। আমরা সাবেক ছাত্রলীগ আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। হাজার হাজার ছেলেদের আবেগ অংকুরে নষ্ট করবেন না। দ্রুত মাননীয় এমপি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম স্যারের পরামর্শে সাংগঠনিক নিয়মে কমিটি দিন”।
তবে ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি ঘোষণার গুঞ্জনে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রবীণ রাজনীতিবিদরা মনে করেন এটি বড় ধরণের সংঘাতে পরিণত হত পারে।