৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীগণের সাথে পরিচিতি সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীগণের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২জুলাই (রবিবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন।

এ সময় জেলা কার্যালয় দৰ্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, চাঁদপুর জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের সাফল্য সমূহ উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর