রাস্তা পাকা করার দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

মামুন হোসাইনঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে পূর্ব হর্ণি দূর্গাপুর গ্রামের মৃধা বাড়ি থেকে তালতলা পযর্ন্ত কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ৩০ জুন শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শাজাহান মৃধা,মোঃ মামুন মৃধা,মোঃ মিস্টার মৃধা,মোঃ আলি মৃধা,জসিমউদদীন মৃধা,মো রাসেল হোসাইন রাফীসহ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেড় কিলোমিটার এ রাস্তাটি বেহাল। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। গর্ভবতী নারী ও বয়স্করা অসুস্থ হলে তাদের চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়। তাই তারা ফরিদগঞ্জের সংসদ আসনের মাননীয় এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন।

এই সময় উপ¯িহত ছিলেন শাহাজাহান মাস্টার,জসিম মাস্টার,,মিজান মুহুরি,মনোয়ার হোসেন,জসিম মৃধা,মুন্না মৃধা আনোয়ার মৃধা,কামাল মৃধা,রাজিব মৃধা,আকবর মৃধা,বাচ্চু মৃধা,মামুন কন্ট্রাক্টর, মোহাম্মদ আলী, পান্নু মৃধা, আব্দুল মজিব, বালাক মৃধা,শামিম মৃধা, ইসমাইল মৃধা, সুফিয়ান মৃধাসহ প্রমুখ।

রাস্তা সংস্কারের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এই বিষয়ে জানতে চেয়ে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপুকে ফোন করলে তিনি মুঠোফোনে জানান রাস্তাটি সংস্কারের আপাতত কোন পরিকল্পনা তাদের হাতে নেই।

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনকে কয়েকবার তার মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম খবর