মতলব উত্তরে স্যাটেলাইট টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা ওমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাই টিভি মতলব উত্তর প্রতিনিধি মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম।
এ সময় মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও মাইটিভির চেয়ারম্যানের মাতা মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা ও মাই টিভির চেয়রাম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী’সহ মাই টিভির সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, সমাজসেবক সালাউদ্দিন বেপারী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজসেবক আব্দুল মান্নান, শ্রমিকলীগ নেতা শাহ আলম বেপারী, ইজ্জত আলী প্রধান।
মোনাজাত করেন হযরত মাওলানা আলাউদ্দিন। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।