গতকাল ৬ জুলাই ২০২৩ তারিখ চাঁদপুর জেলার শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর কার্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নইম দুলাল পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফাতেমা মেহের ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার চাঁদপুর কার্যালয়ের চেয়ারম্যান মাসুদা নূর খাঁন, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত,
সিভিল সার্জন চাঁদপুর এবং উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উক্ত বিদ্যালয় ভবনের উর্ধমুখী সম্প্রসারণ, কারিগরি শিক্ষা চালুকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।