চাঁদপুরে নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে শহরের মধ্য গুনরাজদী পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় মাদ্রাসা ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন মডেল মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

মেয়েদের আধুনিক শিক্ষার সমন্বয় দ্বীনি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে নুরুল হুদা মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুস্তম আলী দারুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, শাকিরা বিনতে ইউনুস মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল আহমাদ, নুরুল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান।

এছাড়াও মিলাদ মাহফিলে স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন, ভুইয়া বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল গাফফার, হাওলাদার বাড়ি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোরশেদ আলম, মাওলানা ওমর ফারুক, নুরুল হুদা মহিলা মাদ্রাসার নির্বাহী পরিচালক আনিসুর রহমান।

মাদ্রাসায় নূরানী নাজেরা হিফজ বিভাগ সহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়।

একই রকম খবর