চাঁদপুরে আনোয়ারা বেগমের দোকান জবরদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পালবাজার ২ নং গেইট সংলগ্ন ১৮৫/১৯০ হোল্ডিং নম্বরের একটি দোকান জৈনিক সফর উদ্দিন মাষ্টার মোল্লা ভুয়া দলিল সিজন করে জবরদখল আছে বলে অভিযোগ করেছেন আনোয়ারা বেগম নামে এক নারী।

তিনি অভিযোগ করে বলেন, তার স্বামী মরহুম দুলাল মুন্সি জীবদ্দশায় তার মালিকীয় উক্ত দোকান তার স্ত্রী আনোয়ারা কে দানপত্র করে দেন। তিনি আরো বলেন, আমার স্বামী দুলাল মুন্সি মারা যাওয়ার পর মাষ্টার মোল্লা নামে এক ব্যাক্তি ভূয়া সৃজন দলিল করে জোরপূর্বক চাঁদপুর শহরের পালবাজার ২-নং গেইট সংলগ্ন যার হোল্ডিং নং ১৮৫/১৯০, আমার উক্ত দোকান দখল করে আছে।

আমি এই জবরদখালের বিষয়ে চাঁদপুর জজকোর্ট আদালতে মাষ্টার মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছে , বর্তমানে মামলা চলমান রয়েছে।

এদিকে মামলা চলমান অবস্থায় মাস্টার মামলা মোল্লা সালিশের মাধ্যমে এ বিরুদ নিষ্পত্তির প্রস্তাব দেন আনোয়ারা বেগম জানান এবং তার প্রেক্ষিতে আনন্দবাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সালিশের দিন তারিখ ধার্য করেন।

মাস্টার মোল্লা মামলার বাধিনি আনোয়ারা বেগমকে সালিশ বৈঠকে না যাওয়ার জন্য নানাভাবে হুমকিধমকি প্রধান করেন।

তাকে জীবনে মারিয়া লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

একই রকম খবর