স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুলাই) বিকালে বাগানবাড়ি আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, সাবেক যুবলীগ নেতা রিয়াজুল হাসান রিয়াজ, যুবলীগ নেতা আবুবকর সবুজ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ,
যুবলীগ নেতা জিয়াউল হক বাবু, সমাজসেবক মজিবুর রহমান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রনি।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হবে, নির্বাচন কারো জন্য জন্য বসে থাকবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সুতরাং নির্বাচনে কে আসল কে আসল না, তার জন্য বসে থাকব না।
তিনি বলেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করার চেস্টা করছে। বিগত দিনের মত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে শুরু করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু কোন লাভ নেই, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার জবাব দিয়ে দিবে।