বালিয়াতে ইউপি সদস্য জাহিদের নেতৃত্বে হামলা : থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া ঢালীরঘাট বাজারে দক্ষিন পাশের সিমেন্টের দোকানের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ খান এর নেতৃত্বে সঙ্ঘবদ্ধ হামলায় মোঃ রাকিব শেখ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়।

এই ঘটনায় রাকিব শেখ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ইউপি সদস্য জাহিদ খান (৩৫), ইকবাল (২০), শান্ত ত্রিপুরা (২৪), রাব্বি (১৯), মাসুদ (২২), মজিব খান (২১), রাকিব (১৮), হামজা (৩০), ওসমান (৩৫), রাসেল (২০), জুম্মান (২২), অনিক (২৩), রাজন (৩০) সহ অজ্ঞাত ৩০/৪০ জন কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন।

ঘটনাটি ঘটে ২জুলাই (রবিবার) রাত ১১ ঘটিকায় ঢালীরঘাট বাজারের দক্ষিন পাশের সিমেন্টের দোকানের মধ্যে। থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায় পূর্ব শত্রুতার জেরে প্রধান আসামি ইউপি সদস্য জাহিদ খান সহ বিবাদীগন প্রায় সময় রাকিব শেখ ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ এমনকি মারধর করতো।

কেউ প্রতিবাদ করতে চাইলে মেরে ফেলার হুমকি থামকি দিত। ইউপি সদস্য হয়ে ক্ষমতার দাপটে অন্যায় অত্যাচার সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে বসেছে। বিষয়টি বহুবার এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলেও মেম্বার জাহিদ খান ও তার সহযোগীরা কারো কোনো কথা তোয়াক্কা না করে আরো ক্ষীপ্ত হয়ে মারতে আসে।

এর ধারাবাহিকতায় গত ২ জুলাই রাত ১১ঘটিকার সময় জরুরি কারন দেখিয়ে এলাকার মেম্বার মোঃ জাহিদ খান রাকিব শেখ এবং অভিযোগে উল্লেখিত স্বাক্ষীদেরকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন।

রাকিব শেখ ও স্বাক্ষীগন ঘটনাস্থলে আসামাত্রই জাহিদ খানসহ তার সহযোগীরা বিভিন্ন লাঠিসোটা, সাবাল, চাপাতি, দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। জাহিদ খান ও তার সহযোগীরা কাঠের চেয়ার দিয়ে রাকিবের স্বজোরে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে যায় এবং মাথার ০২টি সেলাই লাগে।

রাকিব শেখ রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে গেলে ৭নং বিবাদী তার পিঠ বরাবর ৩ ফুট লম্বা চুরির উল্টো পিঠ দিয়ে আঘাত করে, যার কারনে নীলাফুলা জখম হয়ে যায়। তার ডাক চিৎকারে স্বাক্ষীগন তাকে উদ্ধার করতে চাইলে জাহিদ মেম্বার ও তার সহযোগীরা স্বাক্ষীদেরকে এলোপাথারি ভাবে মারধর করে নীলাফুলা জখম করে ফেলে। এক পর্যায়ে স্বাক্ষীগন রাকিব শেখ এর গুরুতর অবস্থা দেখে কোনমতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌড়ে পালিয়ে আসে।

জাহিদ মেম্বার হুমকি দিয়ে বলে এই বিষয়ে কোন ধরনের বারাবারি করলে, রাকিব শেখ এবং স্বাক্ষীদেরকে মেরে লাশ গুম করে ফেলবে। রাকিব শেখ এর গুরুতর অবস্থা দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে। জাহিদ মেম্বার ও তার সহযোগীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় আবারো যেকোন সময় যেকোন ধরনের ক্ষতিসাধন করতে পারে।

একই রকম খবর