শাহতলীতে অ্যাড. তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪জুলাই) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, যখন কোন ব্যক্তির স্মরণ সভায় এলাকার লোক আসে, তখন একটি বার্তা চলে আসে যে লোকটি কতটা ভালো মানুষ ছিলেন। আজ যদি তাহের রুশদী সাহেব বেঁচে থাকতেন তাহলে আজকের নুতন কারিকুলামের ব্যাপক বিস্তারের সুযোগ থাকতো। কারন উনার জীবদ্দশায় প্রশ্ন করার অভ্যাসটাই আজকের নতুন কারিকুলামের মধ্যে পড়ে। উনি এই প্রতিষ্ঠানগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই এলাকায় প্রথমে শাহতলী কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আর এ মাদরাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছিলেন মরহুমের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী।

এ অঞ্চলে শাহতলী জিলানী চিশতী কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। পরবর্তীতে এ প্রতিষ্ঠানগুলোর হাল ধরেছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী সাহেব। শিক্ষামন্ত্রী মহোদয়ের সহযোগিতায় সাংবাদিক সোহেল রুশদীর সার্বিক প্রচেষ্টার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে। আমি এ পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং মরহুম তাহের রুশদী সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। রুশদী পরিবার এ এলাকাসহ সারা দেশে শিক্ষার আলো ছড়িয়েছেন, প্রতিষ্ঠা করেছেন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। সাংবাদিক সোহেল রুশদী সাহেব শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওকলেজ গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের এই দিনে আমার পিতা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বাবা বহু গুনের অধিকারী ছিলেন। উনি একদিকে শিক্ষক বাবা জনপ্রতিনিধি ও সর্বোপরি আইনজীবি ছিলেন, মানুষের সেবায় ছিলেন উদার। ওনার প্রতি মানুষের আস্থা ছিল। এর আগে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের ৪৮তম মৃত্যুবার্ষিকী সম্পন্ন করেছি।

তিনি বলেন, আমাদের এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রয়োজন, আমরা আবেদন করেছি। আজকের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল সাহেব অনেক দক্ষ অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এর ঘোষনা দিয়েছেন, তা বাস্তাবায়ন করবে শিক্ষার্থীরা। আমার দাদার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ এলাকা আলোকিত হয়েছে। এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। আমরা সকলে মিলে এ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমার বাবা মানুষকে ভালোবাসতো, মানুষের ভালোবাসায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের সেবা করে গেছেন।

তিনি আরও বলেন, শাহতলী জিলানী চিশতী কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। আমরা এ ভবনগুলো করতে পেরেছি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায়। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির এমপি’র প্রতি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: আব্দুল কাদের হাজরা, জিলানী চিশতী কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সাবেক (অবসরপ্রাপ্ত ) শিক্ষক মো: মিজানুর রহমার মুন্সি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইদ্রিস আলী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর মিজি, স্থানীয় মো: মিতুল পাটওয়ারী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী তানজীলা আক্তার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন, ইংরেজী প্রভাষক মাওলানা মোহাম্মদুল্লা, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, ডিবির কর্মকর্তা মো: সাইফুল কবির চৌধুরী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র সহকারি শিক্ষক দীপঙ্কর দে, মো: নেছার আহমেদ খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো: মনিরুজ্জামান পাটওয়ারী, শাহতলী রেল স্টেশন জামে মসজিদের সেক্রেটারী ব্যবসায়ী মো: আবুল কাসেম মিজি, শাহতলী রেল স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান,

শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, সমাজসেবক মো: জহির চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার হিসাব-রক্ষক মো: শরীফুর রহমান খান, স্থানীয় প্রবাসী মো: শাহ আলম খান, শাহতলী কামিল মাদরাসার খন্ডকালীন সহকারি শিক্ষক শামছুদ্দোহা, শাহতলী বাজারের ব্যবসায়ী জহিরুল হক নুরু গাজী, সমাজসেবক মো: সামছুল হুদা, মো: হাসান মুন্সি, শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো: দেলোয়ার হোসেন দেলু, স্থানীয় মো: জামাল কারী, শাহতলী বাজারে ব্যবসায়ী মো: সোহাগ গাজী, স্থানীয় মো: শাহআলম মিজি, মুন্সি বাড়ি নিবাসী মো: নূর মোহাম্মদ মুন্সি, মো: শাহাদাৎ মুন্সি, হাজী আব্দুল ওহাব খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন,

অফিস সহকারি মো: শরীফ খান, স্থানীয় মো: তাহের বোয়াল, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: মফিজ মিজি, বালু ব্যবসায়ী জসিম মিজি,বিশিষ্ট ব্যবসায়ী নাসির, স্থানীয় মো: সেলিম মিজি, স্থানীয় তাহের মিজি, স্থানীয় মো: বদু গাজী, স্থানীয় মো: জুলহাস মিজি, স্টেশন ব্যবসায়ী মো: টিটুসহ মুসল্লিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের লোকজন ।

স্মরন সভা অনুষ্ঠানের শেষে মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

কর্মসূচীর শুরুতেই সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন।

ক্যাপসান: গতকাল শাহ্তলীতে ৪নং শাহমাহমুদপুর ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাড. মরহুম তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

একই রকম খবর