চাঁদপুরে ৬ কেজি ২শ গ্রাম গাঁজাসহ ১জন আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬কেজি ২শ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

সোমবার (৩ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয়া হয়। আভিযানে সিএনজিটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় পপকর্নের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩টি প্যাকেট থেকে মোট ৬ কেজি ২শ গ্রাম গাঁজা ও ১বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু সিদ্দিক (৩২), মাদারিপুর জেলার মিটাপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্য চাঁদপুরে আন হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানাযায়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

একই রকম খবর