চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা কারগার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-আযহার শুভক্ষণে চাঁদপুর জেলা কারাগারের বন্দিদের সাথে জেলা প্রশাসক কিছু সময় অতিবাহিত করেন।
ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসক মধ্যাহ্নভোজে কয়েদি ও হাজতিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করেন। বন্দিদের সুস্থ বিনোদন নিশ্চিতকল্পে তিঁনি দুটি স্মার্ট টেলিভিশন উপহার দেন।
পরে জেলা প্রশাসক কারাগার কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেস, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এবং জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।