স্টাফ রির্পোটার : চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুঘটনায় একজন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছে । জানা গেছে, হাজীগঞ্জে মালবাহী কার্ভাডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. তাজুল ইসলাম (৫৫) নিহত এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর জামে মসজিদের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর কার্ভাডভ্যান ও সিএনজিচালিত স্কুটারটি পুলিশ জব্দ করে। তবে চালক পলাতক রয়েছেন।
নিহত তাজুল ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আহত মো. বাচ্ছু মজুমদার (৫৬) হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে ও অপর আহত মো. সেলিম মজুমদার একই ইউনিয়নের হাটিলা টংগিরপাড় গ্রামের মৃত আম্বর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারস্থ জামে মসজিদের সামনে শাহরাস্তিমুখী একটি দ্রুতগামী কার্ভাডভ্যান (ঢাকা মেট্টো-অ ১১-১৩২৪) হাজীগঞ্জমুখী একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে স্কুটারের তিনযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি দুইটি জব্দ ও নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।