চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার পুলিশ সুপার চাঁদপুরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার ও তাঁর সহধর্মিণী পুনাক চাঁদপুর সভানেত্রী ডাঃ আফসানা শর্মি।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন, সিনিঃ সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী,
সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, জিএম শাহীন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম রোকন, শওকত আলী, সদস্য ফারুক আহমেদ, আলম পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো: ইয়াসির আরাফাত, প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারীসহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সাংবাদিক ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্যান্য সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায় অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার প্রদান করা হয়। বদলি জনিত বিদায়ে চাঁদপুরের সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
তাঁদের বক্তব্যে বিদায়ী অতিথি একজন বিছুক্ষণ প্রাজ্ঞ মেধাবী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। কর্মেই তিনি চাঁদপুরবাসীর মনে জায়গা করে নিয়েছেন। সাংবাদিকরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায় সংবর্ধিত অতিথি চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার তাঁর বক্তব্যে বলেন, আমি এই জেলায় যোগদানের সময় প্রথমেই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আমার বৈঠক হয় এবং বিদায় বেলায় সবার আগে তারাই আমাকে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে। এজন্যে তাদের সবাইকে ধন্যবাদ জানান। চাঁদপুর যতদিনই ছিলাম আছি এখানকার সাংবাদিকদের সহযোগিতার কথা ভুলার মত নয়।
তিনি বলেন, প্রেসক্লাব একটাই, সব সাংবাদিকরা প্রেসক্লাব প্ল্যাটফর্মে একত্রিত থাকবে এবং তারা যে সুস্থ ধারায় চলছেন তা যেন অব্যাহত থাকুক, এই কামনা করছি।