চাঁদপুরে তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি শীর্ষক অনুষ্ঠান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬জুন (মঙ্গলবার) চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্যিক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে চাঁদপুর সাহিত্য অঙ্গনের নানা গুণীজন, সংগীত প্রশিক্ষক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

একই রকম খবর