শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি চাঁদপুর আসছেন আজ

চাঁদপুর খবর রির্পোট: আজ ২৭ জুন শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি ১দিনের সফরে চাঁদপুর আসছেন।
গতকাল ২৬জুন(সোমবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে আজ ২৭জুন (মঙ্গলবার) সকাল ৭টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৯টা ৩০মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।

সকাল ১০টায় চাঁদপুর চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করবেন। সকাল ১১টা ৩০মিনিটে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (চাল) বিতরণ করবেন।

এদিন বেলা সাড়ে ১২টায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হওয়ায় টিম হিসেবে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের সাথে শিক্ষামন্ত্রী’র চাঁদপুরস্থ জেএন সেনগুপ্ত বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিন বিকাল ৪টায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক খালেদ হোসেন তপুর উদ্যোগে ওয়াপদা গেইট স্যাটকো সিএনজি পাম্প সংগগ্ন স্থানে উঠান বৈঠক ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন। বিকাল ৫টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ জেএন সেনগুপ্ত রোডস্থ বাসভবনে চাঁদপুর জেলার স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন।

রাত ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।রাত ১০টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

একই রকম খবর